আউটফিল্ড ভেজা থাকায় পরিত্যক্ত ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ নির্ধারণী ম্যাচ


ই-বার্তা প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০১৭, শনিবার  | দুপুর ০১:৫৮ ক্রিকেট

ই-বার্তা।।প্রথম ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি, তবে ম্যাচটা আলোর মুখ দেখেছিল শেষ পর্যন্ত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ভারত জিতে নেয় ৯ উইকেটে। পরের ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়িয়ে ৮ উইকেটের দাপুটে জয়ে সমতা নিয়ে আসে অস্ট্রেলিয়া। তাই শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টি ছিল সিরিজ নির্ধারণী। আর সেই ম্যাচই ভাসিয়ে নিয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি থামলেও আউটফিল্ড ভেজা থাকায় হায়দরাবাদে টসও করা যায়নি।

দুই ঘণ্টার মতো আকাশ পরিষ্কার পাওয়া গেলেও মাঠের অবস্থা ছিল দুর্দশাগ্রস্ত। ৩০ গজ বৃত্তের বাইরে কিছু অংশকে চিহ্নিত করা হয় ‘বিপজ্জনক’ হিসেবে। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। মাঠকর্মীরা অনেক চেষ্টা করেও মাঠকে খেলার উপযোগী করে তুলতে পারেননি। গত দুই সপ্তাহ ধরে হায়দরাবাদে ভারি বৃষ্টি হচ্ছে, তাই তাদের কিছু করারও ছিল না।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফল তাই ১-১। ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে হারলেও ২০ ওভারের ক্রিকেটে সিরিজ সমতায় রাখার আনন্দ নিয়ে দেশে ফিরছে অস্ট্রেলিয়া।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ