প্রাণঘাতী দাবানলে ক্যালিফোর্নিয়ায় নিহত ৪০ এবং নিখোঁজ শতাধিক


ই-বার্তা প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০১৭, রবিবার  | দুপুর ০২:৫২ আমেরিকা

ই-বার্তা ।। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানলে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শতাধিক মানুষ গত ছয়দিনের এই দাবানলে নিখোঁজ রয়েছে। ধ্বংস হয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর বলেন, এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর একটি।

আগুন নেভাতে ১০ হাজারেরও বেশি দমকলকর্মী কাজ করছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার গতিতে বয়ে যাওয়া বাতাসের কারণে আগুন নতুন নতুন শহরে ছড়িয়ে পড়ছে। এতে আরও অনেক লোককে সেসব এলাকা থেকে সরিয়ে নিতে হচ্ছে।

শুক্রবার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছিলেন দমকলকর্মীরা। তবে জোরালো বাতাস ফিরে আসার সঙ্গে উচ্চ তাপমাত্রা ও বাতাসে শুষ্কতার কারণে আগুন ফের নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ে।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ