কম ইনিংস খেলে আমলার সেঞ্চুরির রেকর্ড


ই-বার্তা প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০১৭, সোমবার  | বিকাল ০৩:৪৬ ক্রিকেট

ই-বার্তা ।। হাশিম আমলা বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানোর পথে রেকর্ড গড়েছেন। সবচেয়ে কম ইনিংসে ২৬টি সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

কিম্বার্লির ডায়মন্ড ওভালে রোববার বাংলাদেশের ছুড়ে দেয়া ২৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার পক্ষে ইনিংস ওপেন করতে নামেন কুইন্টন ডি কক ও আমলা। এই দুজনের ২৮২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১০ উইকেট হাতে রেখেই জয় পায় দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক ওয়ানডেতে ১০ উইকেট হাতে রেখে জয় পাওয়া ম্যাচে এটাই সর্বোচ্চ রানের জুটি।

তাসকিন আহমেদের করা ৩৮তম ওভারের পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন আমলা। ৯৯ বলে ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি করার পথে আটটি চার হাঁকান তিনি। শেষ পর্যন্ত ১১০ বলে ১১২ রান নিয়ে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫৭ ম্যাচের ১৫৪তম ইনিংসে ২৬তম সেঞ্চুরি করলেন আমলা। এর আগে ১৬৬ ম্যাচে ২৬টি সেঞ্চুরি করে রেকর্ড গড়েন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। রোববার কোহলিকে ছাপিয়ে রেকর্ড গড়েন আমলা।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ