রাঙামাটির ক্রীড়া সংস্থার ১৮ সদস্যের পদত্যাগ


ই-বার্তা প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | সকাল ১০:৪১ ক্রিকেট

ই-বার্তা।। জিয়াউল হক ,রাঙামাটি ॥ রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন দেওয়ান ও সহ-সভাপতি সুনীল কান্তির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ এনে ক্রীড়া সংস্থার ‘ক্রিকেট উপ-কমিট’র ১৮ জন সদস্য পদত্যাগ করেছেন।

সোমবার দুপুরে রাঙামাটির স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহবায়ক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। এ সময় ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব জয়জিৎ খীসা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন বলা হয়, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির কাছে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা জিম্মি হয়ে আছে। ক্রিকেট উপকমিটিকে পাশ কাটিয়ে উক্ত ব্যক্তিদ্বয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজেদের প্রতিনিধি হিসাবে অন্তর্ভূক্ত করেছে। তারা আদৌ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত নন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানকে ভুল বুঝিয়ে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি বিসিবিতে রাঙামাটির প্রতিনিধির নাম প্রেরণ করেছে। যা সম্পূর্ণ বেআইনী ও নিয়মবহির্ভূত। এর প্রতিবাদে ক্রিকেট উপ-কমিটির সকল সদস্য এক যোগে জেলা প্রশাসকের কাছে তাদের পদত্যাগ পত্র জমা দেয়ার কথা উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ