ইনজামামের ভাতিজার শতকে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়


ই-বার্তা প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ১২:১৮ ক্রিকেট

ই-বার্তা।। শ্রীলঙ্কা সঙ্গে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে সহজ জয় পেয়েছে পাকিস্তান। বুধবার আবুধাবিতে আগে ব্যাট করে পাক বোলারদের তোপে ২০৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ইনজামামের ভাতিজা ইমাম-উল-হকের দারুণ শতকে ৪৫ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ে সিরিজ নিজেদের করে নিল হাফিজরা।

২০৯ রানের জন্য ব্যাটিংয়ে নেমে শুরুতে ৭৮ রানের জুটি গড়েন দুই ওপেনার ইমাম ও ফখর। ২৯ রানে ফখর ফিরে গেলেও থেমে থাকেনি ইমামের ব্যাট। ৬৭ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপর ১২৪ বলে ইমাম তুলে নেন সেঞ্চুরি। ১২৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। ইমামের এটি অভিষেক শতক। শেষদিকে ৫১ বলে ৪ বাউন্ডারিতে ৩৪ রানে অপরাজিত থাকেন হাফিজ।

এর আগে দ্বিতীয় ওয়ানডের মতো একাই লড়াই করেন লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা। ৮০ বলে ৫ বাউন্ডারিতে ৬১ রান করেন বাঁহাতি এই ওপেনার। এ ছাড়া থিসারা পেরেরা ৩৯, লাহিরু থিরিমান্নে ২৮ রান করেন। বাকিরা উল্লেখ করার মতো কিছুই করতে পারেননি।

বল হাতে ক্যারিয়ার সেরা ৩৪ রানে ৫ উইকেট নেন হাসান আলী। এ ছাড়া লেগ স্পিনার শাদাব খান ২টি এবং জুনায়েদ খান ও মোহাম্মদ হাফিজ ১টি করে উইকেট নেন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ