বাঁধ নির্মাণে বরাদ্দ থাকলেও রক্ষণাবেক্ষণে বরাদ্দ নেইঃ পানিসম্পদমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:৫৫ রাজনীতি

ই-বার্তা ।। পানিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, হাওরে বাঁধ নির্মাণে হরিলুট হয়নি তবে, কিছু দুর্নীতি হয়েছে।

সিপিডি আয়োজিত বন্যা পরিস্থিতি ও করণীয় বিষয়ক এক সেমিনারে বৃহস্পতিবার সকালে এ কথা বলেন মন্ত্রী। এ সময় বক্তারা জানান, বন্যা পরিস্থিতির আশঙ্কাজনক অবস্থা জনগণকে আগাম তথ্যের মাধ্যমে সতর্ক করতে হবে। এছাড়া দুর্যোগে ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে দেশের আন্ত:মন্ত্রণালয় ও সার্কভুক্ত দেশগুলোর সমন্বয় পরিষদের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।

সম্প্রতি হাওর অঞ্চলে পাহাড়ি ঢল ও মৌসুমী আগাম বন্যায় দেশের ৩২টি জেলায় ফসল, ফসলী জমিসহ ঘর-বাড়ি, স্থাপনা ও রাস্তাঘাট বিলিন হয়। সরকারিভাবে আর্থিক ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা না হলেও, বেসরকারি গবেষণা অনুযায়ী, শুধু হাওরাঞ্চলেই ৫ হাজার তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে। যা কৃষি খাতে জিডিপির ৩ দশমিক ৭ শতাংশ।

অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী বলেন, বাঁধ নির্মাণে বরাদ্দ থাকলেও রক্ষণাবেক্ষণে কোন বরাদ্দ নেই। এ সময় মন্ত্রী বলেন, হাওরে বাঁধ নির্মাণে হরিলুট হয়নি তবে, কিছু দুর্নীতি হয়েছে।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ