পাকিস্তানে যৌথ অভিযানে আট জঙ্গি নিহত


ই-বার্তা প্রকাশিত: ২২শে অক্টোবর ২০১৭, রবিবার  | বিকাল ০৫:০৮ এশিয়া

ই-বার্তা ।। আধা সামরিক বাহিনীর অভিযানে পাকিস্তানের করাচিতে অন্তত আট জঙ্গি নিহত হয়েছে।

এ তথ্য জানানো হয়েছে রোববার (২২ অক্টোবর)।

সিন্ধু প্রদেশের আইনশৃঙ্খলা বাহিনীর একজন মুখপাত্র মেজর কামবার রাজা বলেছেন, সীমান্তরক্ষী আধাসামরিক বাহিনী (পাকিস্তান রেঞ্জার্স) ও কাউন্টার টেরোরিজম সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায়। এতে পাঁচ জঙ্গি ঘটনাস্থলে মারা যায়, তিনজনের মৃত্যু হয় হাসপাতালে।

নিহতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার-উল-শরিয়া’র সদস্য বলে উল্লেখ করা হয়েছে। এই জঙ্গিগোষ্ঠীর সদস্যরা বিশিষ্ট নাগরিকদের হত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে ধারণা করা হয়।

এছাড়া দেশটির অভ্যন্তরীণ জঙ্গিরা তো রয়েছেই। আইএসসহ দেশটিতে ছোট বড় আরও অনেক জঙ্গি সংগঠন কাজ করছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ