টাইফুন উপেক্ষা করে জাপানে নির্বাচন


ই-বার্তা প্রকাশিত: ২২শে অক্টোবর ২০১৭, রবিবার  | সন্ধ্যা ০৬:১৯ এশিয়া

ই-বার্তা ।। জাপানের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ আজ। ভোট গ্রহণ শুরু হয় স্থানীয় সময় রোববার সকাল ৭টা থেকে এবং শেষ হবে সন্ধ্যা ৮টায়। তবে দেশটির আবহাওয়া অধিদপ্তর বড় ধরনের টাইফুনের সতর্কতা জারির পর শনিবার দুপুর থেকেই ভোটাররা ভোট দেয়ার সুবিধা পাচ্ছে।

প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাপানের সাধারণ নির্বাচনের জরিপে এগিয়ে আছে প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। দুই কক্ষ বিশিষ্ট সংসদের নিম্নকক্ষের নির্বাচনে ক্ষমতাসীন দলটি ফের জয়ী হতে যাচ্ছে বলে দেশটির গণমাধ্যমগুলোর জরিপে আভাস পাওয়া গেছে।

জরিপের ফলের মতো রাজনৈতিক বিশ্লেষকরাও একই ধারণা করছেন। ২০১৪ সালের ডিসেম্বরে সংসদের নিম্নকক্ষের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে আসেন শিনজো আবে। তবে উত্তর কোরিয়া ইস্যুতে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ