জাপানকে সাগরে ডুবিয়ে দেয়ার হুমকি উত্তর কোরিয়ার


ই-বার্তা প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার  | বিকাল ০৪:১৬ এশিয়া

ই-বার্তা ।। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়াকে শক্ত হাতে মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার অনুষ্ঠিত জাপানের নির্বাচনের প্রাথমিক ফলাফলে তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নিরঙ্কুশ জয় নিশ্চিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন তিনি।

সংবাদ সম্মেলনে শিনজো আবে বলেছেন, একগুচ্ছ সংকটের মধ্যে থাকা জাপানের জনগণের ওপর শক্তিশালী ম্যান্ডেট পাওয়ার আশায় এক বছর আগেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।এসব সংকটের মধ্যে জাপানের বিরুদ্ধে উত্তর কোরিয়ার হুমকি অন্যতম।

জাপানকে সাগরে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এ ছাড়া সম্প্রতি দুইবার জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। এ অবস্থায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিলেন শিনজো আবে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ