নির্যাতিত রোহিঙ্গাদের পাশে জর্ডান রয়েছেঃ রানী রানিয়া


ই-বার্তা প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার  | বিকাল ০৪:২৯ চট্টগ্রাম

ই-বার্তা ।। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হয়েছে। এ অবস্থায় বিশ্ব সম্প্রদায় নিরব থাকতে পারে না। জর্ডান রোহিঙ্গাদের পাশে রয়েছে, বলেছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ।

সোমবার সকালে মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও দোসরদের নির্যাতনে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে রাণী একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজারে পৌছেন। পরে তিনি সড়কপথে সেখান থেকে উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

জর্ডানের রাণী বলেন, বিপুল সংখ্যা রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের একার পক্ষে এ ভার বহন করা সম্ভব নয়। এ জন্য সকলকে এগিয়ে আসতে আসতে হবে।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে রানিয়া আল আবদুল্লাহ বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের পাশে জর্ডান রয়েছে।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম এর আরও সংবাদ