রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ


ই-বার্তা প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:৪৮ এশিয়া

ই-বার্তা ।। মিয়ানমারের ওপর নতুন করে অবরোধ আরোপের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের জেরে।

গ্লোবাল ম্যাগনিটস্কাই আইনের আওতায় এই অবরোধ আরোপের কথা বিবেচনা করা হচ্ছে বলে দেশটির পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন থেকে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি যা ঘটেছে, বিশেষ করে রোহিঙ্গাসহ অন্য সম্প্রদায় যে সহিংস ও ভীতিকর দুর্দশার শিকার হয়েছে, তাতে আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি।

এতে আরও বলা হয়, বেসরকারি ব্যক্তি ও আইনে হাতে নেয়া দুর্বৃত্তসহ সহিংসতার ঘটনার জন্য দায়ী যে কোনো ব্যক্তিকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

গত ২৫ আগস্ট বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের জেরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর নৃশংস জাতিগত নিধন অভিযান শুরু করে।

মিয়ানমার সেনাদের গণহত্যা-গণধর্ষণ থেকে বাঁচতে প্রায় ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখনও প্রতিদিনই হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ