সংবিধান সংশোধনের কোন সুযোগ নেইঃ ওবাইদুল কাদের


ই-বার্তা প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০১৭, বুধবার  | বিকাল ০৫:১২ রাজনীতি

ই-বার্তা ।। আগামী নির্বাচনের আগে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে আজ বুধবার সাংবাদিকদের কাছে ওবায়দুল এই মন্তব্য করেন।

দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে সড়ক ও সেতু নির্মাণ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ঋণচুক্তির বিষয়ে ওবায়দুলের সঙ্গে আলোচনা হয় ভারতীয় হাইকমিশনারের।

বৈঠক শেষে ব্রিফিংয়ে হর্ষবর্ধণ শ্রিংলা জানান, এসব আলোচনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতেও কথা হয়েছে দুজনের মধ্যে। তিনি বলেন, কফি আনান কমিশন বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব।

পরে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভারতের মানসিকতার ইতিবাচক পরিবর্তন হয়েছে। তবে, তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া খুব সহজ হবে না।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ