মৃত্যুর এক বছর পর থাই রাজা ভূমিবলের শেষকৃত্য


ই-বার্তা প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:৩০ এশিয়া

ই-বার্তা।। থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের রাজকীয় শেষকৃত্য শুরু হয়েছে। এতে যোগদান করতে রাজধানী ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে দুই লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে রাজধানী ব্যাংককের রাজভবন গ্র্যান্ড প্যালেসে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়।

শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন থাইল্যান্ডের রাজবংশের সদস্যরা।

৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা থাই রাজার শেষকৃত্যে অংশ নিচ্ছেন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

দিনের নানা আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টায় বৌদ্ধ ধর্মের রীতি অনুযায়ী প্রয়াত রাজার চিতায় অগ্নিসংযোগ করবেন তার ছেলে ও বর্তমান রাজা মাহা ভাজিরালংকর্ন।

গ্র্যান্ড প্যালেসে এ শেষকৃত্যের পর শুক্রবার ভূমিবলের দেহভষ্ম সংগ্রহ করে তা প্রাসাদে সমাহিত করা হবে। এর পর আরও দুদিন ধরে চলবে আনুষ্ঠানিকতা।

গত বছরের ১৩ অক্টোবরে ৮৮ বছর বয়সে রাজা ভূমিবল মৃত্যুবরণ করেন। এর পর রাজকীয় শেষকৃত্যানুষ্ঠানের জন্য প্রায় এক বছর ধরে প্রস্তুতি নেয়া হয়।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ