তিন চাকার মোটরসাইকেল


ই-বার্তা প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:৫৪ অন্যান্য

ই-বার্তা ।। তিন চাকার মোটরসাইকেলর কথা কখনো দেখেছেন? হয়তো না, আচ্ছা কখনো ভেবেছেন! বেশিরভাগের উত্তর হবে না। এবার জাপানের বিখ্যাত অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ামাহা উন্মুক্ত করলো তিন চাকার মোটরসাইকেল।

ইয়ামাহা তাদের এই তিন চাকার মোটরসাইকেলের নাম দিয়েছে “নিকেন” আর এই মোটরসাইকেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।

জাপানি ভাষায় “নি” মানে দুই আর “কেন” মানে হলো তরবারি। তার মানে তিন চাকার এই বাইকটিকে জাপানিরা চিনবে দুই তরবারি হিসেবে।

এটি একটি স্পোর্টস বাইক। সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয় ৪৫তম বার্ষিক টোকিও মোটর শোতে তিন চাকার এই বাইকটি প্রদর্শন করেছে ইয়ামাহা। বাইকটি তৈরিতে ইয়ামাহা লিনিং মাল্টি হুইলার প্রযুক্তি ব্যবহার করেছে।

ইয়ামাহা দাবি করছে তাদের তিন চাকার এই বাইকটি কর্নারিংয়ের জন্য আদর্শ। ট্রিপল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকটির দাম বেশ চড়া। এটি শিগগিরই ইতালির মিলানে ইআইসিএমএ শোতে প্রদর্শন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ