আদালতে গিয়ে খালেদা জিয়া রাজনৈতিক বক্তব্য দিয়েছেনঃ কাদের


ই-বার্তা প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০১৭, শুক্রবার  | বিকাল ০৫:০৮ রাজনীতি

ই-বার্তা ।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য ‘সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর’।

শুক্রবার দুপুরে নোয়াখালীর কবির হাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে বৃহস্পতিবার আদালতে দ্বিতীয় দিনের বক্তব্য উপস্থাপন করেন খালেদা জিয়া। এক পর্যায়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও চাঁদাবাজিসহ নানান রকম মামলা বিভিন্ন সময়ে হয়েছে। কিন্তু তার পরম সৌভাগ্য, কখনো তাকে আমার মতো আদালতে এমন করে হাজিরা দিতে হয়নি।’

খালেদা জিয়ার এ বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন তা দেশের রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। আদালতে গিয়ে তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের উপলক্ষ মানবিক হলেও উদ্দেশ্য ছিল রাজনৈতিক।’

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ