ছোট দলের বড় তারকা!


ই-বার্তা প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০১৭, রবিবার  | বিকাল ০৪:২৩ ক্রিকেট

সায়মান আনোয়ার, অসাধারণ টি২০ সেঞ্চুরিতে আবারো নিজেকে তুলে ধরলেন উচ্চতায়। টি২০ তে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় উঠে আসলেন ৯ নাম্বারে। আবু ধাবিতে সিরিজের দ্বিতীয় টি২০ তে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৬৮ বলে ১০ চার এবং ৬ ছক্কায় খেললেন অপরাজিত ১১৭* রানের এক ঝলমলে ইনিংস।
নিজের প্রথম তো বটেই এমনকি সংযুক্ত আরব আমিরাতের হয়ে প্রথম কোন টি২০ সেঞ্চুরী এটি, আর আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে এটি ৪র্থ সেঞ্চুরী। এর আগে সহযোগী দেশ গুলোর মধ্যে হংকংয়ের বাবর হায়াৎ (১২২), আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ (১১৮*) এবং স্কটল্যান্ডের রিচি বেরিংটন (১০০) সেঞ্চুরী করেছিলেন।
আশ্চর্যের বিষয় হচ্ছে ১৭২.০৫ স্ট্রাইক রেটে ৬৮ বলে ১১৭* করলেও সহযোগী দেশ গুলোর যতগুলো সেঞ্চুরী হয়েছে তার মধ্যে আনোয়ারের করা আজকের স্ট্রাইক রেটই সবচেয়ে কম :u
উল্লেখ্য যে সহযোগী দেশগুলো যে ৪ টি সেঞ্চুরী করেছে তার একটি সেঞ্চুরী পূর্নাঙ্গ সদস্য পদ পাওয়া দলের বিপক্ষে হয়েছে, সেঞ্চুরীটি হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। করেছিলেন স্কটল্যান্ডের রিচি বেরিংটন। আর বাকি ৩ টি সহযোগী দেশগুলোর বিপক্ষে হয়েছে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ