কট্টরবাদ বাড়তে থাকলে কাশ্মীর হবে সিরিয়াঃ দীনেশ্বর শর্মা


ই-বার্তা প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০১৭, রবিবার  | বিকাল ০৪:২০ এশিয়া

ই-বার্তা ।। কাশ্মীর সংকটে ভারত সরকারের ‘মধ্যস্থতাকারী’ দীনেশ্বর শর্মা বলেছেন, কট্টরবাদ এভাবে বাড়তে থাকলে কাশ্মীরের অবস্থা সিরিয়ার মতো হবে। তবে কেন্দ্রীয় সরকার এই মধ্যস্থতাকারী শব্দটি ব্যবহার করছে না। জম্মু-কাশ্মীরের জন্য দীনেশ্বর শর্মা কেন্দ্রের প্রতিনিধি হিসেবে কাজ করবেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রাক্তন গোয়েন্দা প্রধান দীনেশ্বর এই গুরুদায়িত্ব পাওয়ার পর জম্মু-কাশ্মীর সফরের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তার মধ্যেই তিনি কাশ্মীরে ক্রমবর্ধমান কট্টরবাদ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যদি কট্টরবাদ এ ভাবে বাড়তে থাকে, তা হলে পরিস্থিতিটা ইয়েমেন, সিরিয়া এবং লিবিয়ার মতো হবে। কট্টরবাদ কাশ্মীরি সমাজকেই শেষ করে দেবে।’

তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকেরই এমন ভূমিকা নেওয়া উচিত, যাতে কাশ্মীরিদের ভোগান্তি শেষ হয়।’

তবে পাকিস্তানই কাশ্মীর যুবকদের প্ররোচিত করছে বলেও তাঁর অভিযোগ। কাশ্মীরকে এই কট্টরবাদের কবল থেকে বার করে আনা খুব বড় চ্যালেঞ্জ বলে তাঁর মতে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ