তালেবান হামলায় আফগানিস্তানে নিহত ২২


ই-বার্তা প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০১৭, সোমবার  | দুপুর ০১:২৬ এশিয়া

ই-বার্তা ।। তালেবানের আলাদা হামলায় দু’দিনে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে অন্তত ২২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সবশেষ রোববার উত্তরাঞ্চলীয় কুন্দুস প্রদেশের খান আবাদ জেলার পুলিশ চৌকিতে তালেবানের হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হন। প্রাদেশিক পুলিশ সুপার জানান, চেকপোস্টে ভয়াবহ হামলায় ১৪ জন পুলিশের মধ্যে ১৩জনই মারা যান।

চেকপোস্ট গুড়িয়ে দিয়ে নিরাপত্তা বাহিনীর গাড়ি নিয়ে পালিয়ে যায় তালেবান। এর আগে, শনিবার গাজনিতে আলাদা হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও দু’জন।

এসময়, ১২ তালেবান সদস্য নিহত হন। আহত হন ৪জন। গেলো দু’সপ্তাহ ধরে আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ব্যাপকভাবে হামলা শুরু করেছে তালেবান। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের দাবিতে তালেবান এ হামলা চালিয়ে আসছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ