মুসলিম সম্প্রদায়ের একটি অংশ সরকারের সাথে নেই : রিজভী


ই-বার্তা প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০১৭, রবিবার  | রাত ০৯:১৫ রাজনীতি

ই-বার্তা প্রতিবেদক ।। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন মুসলিম সম্প্রদায়ের একটি অংশ সরকারের সাথে নেই। তাই তারা আলেম-ওলামাদের নিজেদের সাথে দেখাতে চাচ্ছে।

রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘ভারতের সাথে চুক্তি করে আসার পরে দেখছেন খবর তো ভালো না। তাই এখন মুসলিম ভোট হাতে নেয়ার জন্য নানা প্রচেষ্টা চালাচ্ছেন। যে শাহ আহমদ শফী সাহেবকে আপনি এতো বিরক্ত করেছেন, তাদের সমাবেশে কত লোককে হত্যা করেছেন। আপনার মন্ত্রীরা ‘তেঁতুল হুজুর’ আরও কত কী বলে আজে বাজে মন্তব্য করেছে। এখন আবার তার সাথেই সখ্যতা করতে চাচ্ছেন।’

তিনি আরো বলেন ‘ভোট এলেই হিজাব পরছেন, তসবি গুণছেন, মাথায় কাপড় দিচ্ছেন। আর ভোট চলে গেলেই প্রগতিশীল ‘প্রধানমন্ত্রী’ হচ্ছেন। নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যেন তিনি কোনো ধর্ম মানেন না। তিনি একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি।’

জাতীয়তাবাদী ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা, শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘অর্পণ বাংলাদেশ’ নামে একটি সংগঠন।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ