বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাও পাকিস্তান সফরে যাবে!


ই-বার্তা প্রকাশিত: ১লা নভেম্বর ২০১৭, বুধবার  | বিকাল ০৩:১৬ ক্রিকেট

ই-বার্তা ।। শ্রীলঙ্কার সফল সফরের পর বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাও আগামী বছর পাকিস্তান সফরে যাবে বলে প্রত্যাশা করছে দেশটির ক্রিকেট বোর্ড-পিসিবি।

পিসিবি সভাপতি নজম শেঠি গত সোমবার বলেন, ‘আয়ারল্যান্ড এবং আফগানিস্তানকে হোস্ট করারও বিকল্প আছে। যদিও বিশ্ব একাদশ এবং শ্রীলঙ্কা টিমের লাহোর সফরের পর আমরা চাইবো বড় কোন দল সফরে আসুক।’

এরপরেই শেঠি বিশেষভাবে বাংলাদেশের নাম উল্লেখ করে বলেন, ‘আগামী বছর আমরা বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাকে আনার চেষ্টা করছি। আমি আশা করি, আগামী ১২ মাসের মধ্যে তারা সফরে আসবে।’

পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট টিমের ওপর সন্ত্রাসী হামলার আট বছর পর গত ২৯ অক্টোবর সেদেশে সফরে যায় দলটি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০ খেলে দু’দল। এরআগে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান সফর করে বিশ্ব একাদশ। পাকিস্তান প্রিমিয়ার লিগের পরবর্তী আসরের ফাইনালও দেশের মাটিতে আয়োজনের ঘোষণা দিয়েছে পিসিবি।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গেও পাকিস্তান সফরে আসার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান শেঠি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ