প্রথমবারের মতো টি-টোয়েন্টির র্শীষে পাকিস্তান


ই-বার্তা প্রকাশিত: ২রা নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ১২:৩২ ক্রিকেট

ই-বার্তা।। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি আর আশিস নেহরার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। দুয়ে মিলে ভিন্ন স্বাদ দেখা গেল দিল্লির ফিরোজ শাহ কোটলায়। গ্যালারির কিছু দর্শকের হাতে নেহরার বিদায়ী বার্তা, আবার কিছু অংশের হাতে জয় পাওয়ার জয়োগান। তবে কোহলি-ধোনিদের এক দৃষ্টিতে ছিল নেহরার বিদায়টা স্মরণীয় করা।

সেটা অবশ্য ভুল হয়নি, নিউজিল্যান্ডকে ৫৩ রানে পরাজিত করেছে ভারত। এই জয়ে তিন ম্যাচ সিরিজে এক কদম এগিয়ে গেল কোহলি বাহিনী। ভারতের ২০২ রানের জবাবে ৮ উইকেটে ১৪৯ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

এদিকে ভারত জেতায় সুখবর পেল পাকিস্তান। টি-টোয়েন্টিতে র্যাং কিংয়ের শীর্ষে উঠে গেল আমিররা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি র্যাং কিংয়ের শীর্ষে উঠল তারা।

নিউজিল্যান্ড নেমে গেছে দুইয়ে। নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ১২১, পাকিস্তানের ১২৪। ভারতের অবস্থানের (পঞ্চম) পরিবর্তন না হলেও ২ পয়েন্ট বেড়েছে, হয়েছে ১১৮। তবে সিরিজের বাকি দুই ম্যাচ জিততে পারলে আবার র্যাং কিংয়ের শীর্ষস্থান ফিরে পাবে নিউজিল্যান্ড।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ