একদিনের সফরে সু চি রাখাইন রাজ্যে


ই-বার্তা প্রকাশিত: ২রা নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:০০ এশিয়া




মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন শুরু হওয়ার পর এই প্রথমবারের মত রাখাইন রাজ্য পরিদর্শনে গেলেন।

মিয়ানমার সরকারের মুখপাত্র জানিয়েছেন, একদিনের সফরে সুচি রাখাইনের আঞ্চলিক রাজধানী সিত্তে, মংডু ও বুথিডুয়াং পরিদর্শন করবেন। সরকারের পক্ষ থেকে এ সফর অঘোষিত বলেও জানানো হয়। তবে সু চি রোহিঙ্গাদের কোন গ্রাম পরিদর্শনে যাবেন কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। গত সেপ্টেম্বরে দেয়া ভাষণে সুচি অধিকার লঙ্ঘনের নিন্দা করলেও রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের দায়ে মিয়ানমার সেনাবাহিনীকে দোষারোপ করেননি।

গত আগস্টে মিয়ানমার পুলিশের চৌকিতে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার হামলার জেরে দেশটির সেনাবাহিনী গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয় এবং বহু রোহিঙ্গাকে হত্যা করে। রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের জেরে এ পর্যন্ত ৬ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ