অবসর নিয়ে কোচ হতে চান জাভি


ই-বার্তা প্রকাশিত: ১০ই নভেম্বর ২০১৭, শুক্রবার  | বিকাল ০৪:৪৫ ফুটবল

ই-বার্তা।। বয়সের ভারে ক্লান্ত বোধ করছেন জাভি হের্নান্দেজ। কাতার স্টার্স লিগে আল সাদের হয়ে খেললেও এবার নতুন কিছু করার চিন্তাভাবনা আসছে তার মাথায়। ক্লাবটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এই মৌসুমে। এরপর খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দেবেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার। তবে ফুটবলের সঙ্গে থাকবেন তিনি কোচিং দিয়ে। আগামী মৌসুমে কোচ হতে চান জাভি।

বার্সার সঙ্গে ২৪ বছরের সম্পর্কের ইতি টেনে ২০১৫ সালে আল সাদে যোগ দেন জাভি। এ বছর সেখানে আমির অব কাতার কাপ, কাতার ক্রাউন প্রিন্স কাপ ও শেখ জসিম কাপ জিতেছেন। ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৫৬ ম্যাচে ১৩ গোল করা জাভির এটাই শেষ মৌসুম। তারপর নতুন এক অধ্যায়ে পা রাখতে চান ৩৭ বছর বয়সী।

মুন্দো লিও’কে বিশ্বকাপ জয়ী স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘আমার সৌভাগ্য যে ইনজুরিতে পড়িনি এখানে। এই মৌসুম শেষে আমার ক্যারিয়ার শেষ হবে, যেমনটা স্বাভাবিকভাবে হয়। কাতার আমাকে খেলার সুযোগ করে দিয়েছিল। এখন আমি অনেক বেশি ক্লান্ত, সেরে ওঠা কষ্টের। ফুটবলার হিসেবে এটাই আমার শেষ মৌসুম। আগামী বছর কোচিং লাইসেন্স নেওয়ার ইচ্ছা আছে। আমি কোচ হতে চাই।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ