ইউপি সদস্যকে অপরহন


ই-বার্তা প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৭, রবিবার  | বিকাল ০৫:৫৯ অপরাধ

ই-বার্তা ।। মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হাসানুজ্জামানকে (৩২) আপহরন করেছে দুরবিত্তরা।

গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে মাইক্রোবাসে করে সাত থেকে আটজনের একটি দল হাসানুজ্জামানকে চাঁদপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যায়। অভিযোগ উঠে ডিবি পুলিশ তাঁকে তুলে নিয়ে গেছে।

স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় হাসান মেম্বার গ্রামের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। হঠাৎ সাদা রঙের একটি মাইক্রোবাস এসে সেখানে থামে। এরপর মাইক্রোবাস থেকে সাত থেকে আটজন সাদাপোশাকধারী ব্যক্তি নেমে হাসানকে জাপটে ধরে মাইক্রোবাসে তোলে। এ সময় ওই চায়ের দোকানে বসে থাকা কয়েকজন সাধারণ মানুষ আটকের বিষয়টি জানতে চাইলে, তারা নিজেদের প্রশাসনের লোক বলে দাবি করে।

এদিকে হাসানের পরিবারের লোকজন গাংনী থানার পুলিশ ও মেহেরপুর ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে হাসানকে প্রশাসনের কেউ আটক করেনি বলে জানানো হয়।

হাসানের বোন আফরোজা খাতুন বলেন, তাঁর ভাই খুব সাধারণ জীবন যাপন করতেন। কারও সঙ্গে বিরোধ ছিল না।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, হাসান নামের কাউকে আটক করা হয়নি।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ