মেয়ের মৃত্যুর ২৬ বছর পর বাবার হাতে ক্ষতিপূরণ


ই-বার্তা প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:০২ দুর্ঘটনা

ই-বার্তা প্রতিবেদক।। বিআরটিসির বাস দুর্ঘটনায় মেয়ের মৃত্যুর ২৬ বছর পর আজ সচিবালয়ে বাবার হাতে ক্ষতিপূরণের প্রথম কিস্তি তুলে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
আদালতের রায়ের আলোকে নিহত তরুণীর বাবা কামাল আহাম্মেদ গাজীকে আড়াই লাখ টাকার চেক তুলে দেন তিনি ।
১৯৯১ সালের ২৯ মার্চ ঢাকার মৌচাক মার্কেটের সামনে বিআরটিসির বাস দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক ছাত্রী নিহত হয়। ঐ ঘটনায় তরুণীর বাবা মামলা করলে আদালত নিহত মেয়ের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয়।
কিন্তু এত বছর পরেও তিনি কোন টাকা না পেয়ে গত বছর প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদনপত্র পাঠান। গত বছরের ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা মন্ত্রণালয়কে জানাতে বলা হয়। অতঃপর প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহনমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিপূরণের টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে চার কিস্তিতে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে বলে বিআরটিসি কতৃপক্ষ জানান।

সর্বশেষ সংবাদ

দুর্ঘটনা এর আরও সংবাদ