এক ম্যাচে সিআর সেভেনের দুই কীর্তি


ই-বার্তা প্রকাশিত: ২২শে নভেম্বর ২০১৭, বুধবার  | দুপুর ০২:১২ ফুটবল

ই-বার্তা ।। ক্রিস্টিয়ানো রোনালদো স্প্যানিশ লা লিগায় বেশ বাজে সময় পার করছেন। আট ম্যাচে করেছেন মাত্র ১ গোল। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরাবরের মতোই উজ্জ্বল রিয়াল মাদ্রিদ তারকা। অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে মঙ্গলবার রাতে জোড়া গোল করে দলকে ৬-০ ব্যবধানের বড় জয় এনে দেন তিনি। এরমধ্য দিয়ে একই ম্যাচে দুটি কীর্তি গড়েন রোনালদো।

অ্যাপোয়েলের বিপক্ষে খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে লক্ষ্যভেদ করে এক বছরে সর্বোচ্চ ১৭ গোল করার কীর্তি গড়েন রোনালদো। পাঁচ মিনিট পর আরেকবার প্রতিপক্ষের জালে বল পাঠান সিআর সেভেন। এরমধ্য দিয়ে রিয়ালের জার্সিতে ইউরোপিয়ান ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন পর্তুগিজ সুপারস্টার।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক বছর সর্বোচ্চ ১৬ গোল করার কীর্তি ছিল রোনালদোরই। মঙ্গলবারের জোড়া গোলে সংখ্যাটিকে ১৮-তে উন্নীত করলেন রিয়ালের নাম্বার সেভেন।

রিয়াল মাদ্রিদের জার্সিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রোনালদোর গোল ৯৮টি। অন্যদিকে উয়েফা সুপার কাপে করেন দুই গোল। সবমিলিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় রিয়ালের জার্সিতে রোনালদোর গোলসংখ্যা ১০০টি।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ