কোয়ান্টাম কম্পিউটার উদ্বোধন করল জাপান


ই-বার্তা প্রকাশিত: ২২শে নভেম্বর ২০১৭, বুধবার  | বিকাল ০৩:০১ অন্যান্য

ই-বার্তা ।। জাপান প্রযুক্তি জগতের প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার দৌড়ে এগিয়ে গেল। সম্প্রতি তারা নিজেদের প্রথম সুপার ফাস্ট কোয়ান্টাম কম্পিউটারের উদ্বোধন করেছে।

উদ্বোধন হওয়া সংস্করণটি প্রচলিত যে কোনো সুপার কম্পিউটারের চেয়ে ১০০ গুণ দ্রুতগতিতে গাণিতিক হিসাব সমাধান করতে পারছে। আর এ জন্য কম্পিউটারটি মাত্র এক কিলোওয়াট শক্তি খরচ করছে। যেখানে সুপার কম্পিউটার অনেক বেশি শক্তি খরচ করে।

সোমবার কম্পিউটারটি উদ্বোধন করে এর সৃষ্টিকারী জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন (এনটিটি) এবং টোকিও ইউনিভার্সিটি।

নির্মাতা দুই প্রতিষ্ঠান জানিয়েছে, কম্পিউটারের জন্য ক্লাউড সিস্টেমে কোয়ান্টাম নিউরাল নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।

কম্পিউটারটির আরও কিছু উন্নয়ন কাজ শেষে শিগগিরই তা গবেষক ও জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

জাপান ছাড়াও কোয়ান্টাম কম্পিউটারের ব্যবহারের দৌড়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। এ দুই দেশ কোয়ান্টাম কম্পিউটারের উন্নয়নে প্রচুর অর্থ ব্যয় করছে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ