চট্টগ্রামে সংঘর্ষে আহত ১৫


ই-বার্তা প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৭:৫৫ অপরাধ

ই-বার্তা প্রতিবেদক ।। চট্টগ্রামে ছাত্রলীগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে। এ ঘটনায় কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।

আজ দুপুরে জেলা ক্রিড়া সংস্থার মাঠে সুইমিং কমপ্লেক্সের নির্মাণ কাজের প্রতিবাদে মহানগর ছাত্রলীগ মানববন্ধন করে । এরপর তারা কাজীর দেউরি এলাকায় বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা করে।

পরে সুইমিং কমপ্লেক্সের নির্মাণাধীন স্থাপনা ভাঙতে গেলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান এ ঘটনায় ৫ পুলিশ সদস্য ও ১০ছাত্রলীগ কর্মী আহত হন।
ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয় তাদের ২ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জসিম জানান তারা অবৈধভাবে সরকার নির্ধারিত কাজ বন্ধ করার চেষ্টা চালিয়েছে।
আমরা তাদের অনুরোধ করেছি কিন্তু তারা মানেনি।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ