শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি


ই-বার্তা প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৬:৩৫ ফুটবল

ই-বার্তা ।। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ফিফার রযািংঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। বৃহস্পতিবার সর্বশেষ আপডেট প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। র্যা ঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো রকম পরিবর্তন আসেনি।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দুই নম্বরেই রয়েছে। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল তিনে এবং আর্জেন্টিনা রয়েছে পাঁচে। শীর্ষ পাঁচের শেষ দল বেলজিয়াম।

শীর্ষ পাঁচে পরিবর্তন না আসলেও টন টেনে পরিবর্তন এসেছে। স্পেন দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে ওঠে এসেছে। অন্যদিকে সুইজারল্যান্ড তিন ধাপ এগিয়ে আট নম্বরে ওঠে এসেছে। ব্রাজিল ও জার্মানির সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটিতে ড্র করা সত্ত্বেও তিন ধাপ পিছিয়ে ১৫ নম্বরে নেমে গেছে ইংল্যান্ড।

পোল্যান্ড এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে। ফ্রান্সের অবনতি হয়েছে র্যা ঙ্কিংয়ে। ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা নেমে গেছে ৯ নম্বরে। চিলি এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে।

র্যা ঙ্কিংয়ে অবনতি হয়েছে গ্যারেথ বেলের ওয়েলসেরও। ওয়েলস পাঁচ ধাপ পিছিয়ে ১৯ নম্বরে নেমে গেছে। ডেনমার্ক সাত ধাপ এগিয়ে ১২ নম্বরে ওঠে এসেছে। নেদারল্যান্ড যথারীতি ২০ নম্বরেই রয়েছে। ক্রোয়েশিয়া ও সুইডেন সমান এক ধাপ এগিয়ে যথাক্রমে ১৭ ও ১৮ নম্বরে ওঠে এসেছে। বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া ইতালি এক ধাপ এগিয়ে ১৪ নম্বরে ওঠে এসেছে। মেক্সিকো যথারীতি ১৬ নম্বরেই রয়েছে।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ