দেশের বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৭ ২০১৭ এডিশন


ই-বার্তা প্রকাশিত: ২২শে মার্চ ২০১৭, বুধবার  | রাত ১২:০৫ স্মার্টফোন

ই-বার্তা প্রতিবেদক : গ্যালাক্সি এ৭ ২০১৭ এডিশন নিয়ে বাংলাদেশের বাজারে আবারো চমক দেখালো স্যামসাং মোবাইল বাংলাদেশ। বাজারে ছাড়ার দিনই এটি ক্রেতাদের আগ্রহে পরিণত হয়।


এতে অত্যাধুনিক থ্রিডি কার্ভড গ্লাস এবং মেটাল বডি থাকায় দেখতে বেশ নান্দনিক । জিরো ক্যামেরা প্রোস্ট্রশন ও স্লিক মেটাল ডিজাইন ক্যামেরা অন্যান্য ফোন থেকে এটিকে করেছে অনন্য।




আইপি৬৮ থাকার ফলে ফোনটি পানি ও ধুলাজনিত ক্ষয় থেকে রক্ষা পাবে। এছাড়া হাতের ঘামেও ফোনের কোন প্রকার ক্ষতি হবেনা বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।ফোনের ১৬ মেগাপিক্সেল রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে ঝকঝকে ছবি তোলার নিশ্চয়তা। ফ্লোটিং ক্যামেরা বাটনের মাধ্যমে ব্যবহারকারী উচ্চ রেজ্যুলেশনের ছবি তুলতে পারবেন। রয়েছে ৩,৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি । ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়তি মেমোরি ব্যবহারের সুবিধা থাকছে এতে। হ্যান্ডসেটটিতে বাড়তি নিরাপত্তা হিসেবে রয়েছে এস সিকিউর ও সিকিউর ফোল্ডার।


স্যামসাং এর যেকোন শো রুমে কালো ও সোনালী এই দুই কালারের গ্যালাক্সি এ৭ পাওয়া যাবে ।বাংলাদেশের বাজারে এর মূল্য ৪৪ হাজার ৯০০ টাকা ।




e-barta/m

সর্বশেষ সংবাদ

স্মার্টফোন এর আরও সংবাদ