ড্রাগন ক্যাপসুল এনেছে নানা বৈজ্ঞানিক উপাত্ত


ই-বার্তা প্রকাশিত: ২২শে মার্চ ২০১৭, বুধবার  | রাত ০১:০১ অন্যান্য

ই-বার্তা প্রতিবেদক : মহাকাশ থেকে নানা বৈজ্ঞানিক তথ্য উপাত্ত সংগ্রহ করে সম্প্রতি পৃথিবীতে ফিরে এসেছে মহাকাশযান ড্রাগন ক্যাপসুল।নভোচারী থমাস পেসকেট এবং শেন কিমব্রো মহাকাশযান নির্মাণকারী সংস্থা স্পেস এক্স-এর এই যানটিকে পৃথিবীর উদ্দেশ্যে ফেরত পাঠান।প্রায় পাঁচ ঘণ্টার যাত্রা শেষে এটি পৃথিবীতে অবতরণ করে। ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরের বাজা উপকূলে এর নিরাপদে অবতরণের সংকেতে এক্সের বিজ্ঞানীরা উল্লসিত হন।এটি নাসার গবেষণার জন্য প্রায় সাড়ে ৫ হাজার পাউন্ড রসদ নিয়ে এসেছে বলে নাসার ওয়েবসাইটে জানানো হয়। পাশাপাশি বৈজ্ঞানিক উপাত্তও সংগ্রহ করেছে ড্রাগন ক্যাপসুল।




e-barta/m

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ