চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের উপর ছাত্রলীগের হামলা


ই-র্বাতা প্রকাশিত: ২০শে এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:৫৩ চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ পুলিশ সহ ৫ জন আহত হয়েছে।
পুরো ক্যাম্পাসে এখনো বিরাজ করছে উত্তেজনা। বুহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ সংঘর্ষ হয়। এ ঘটনার পর ছাত্রলীগ কর্মীদের অবরোধে বন্ধ হয়ে যায় শাটল ট্রেন।

পুলিশ জানায়, সকালে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বহিষ্কৃত ছাত্র আব্দুল্লাহ আল কায়সারকে চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ নিতে দেননি শিক্ষকরা। এরই জের ধরে কায়সার ছাত্রলীগ কর্মীদের খবর দিলে তারা বিভাগে তালা দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে বাধা দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ছাত্রলীগ অবস্থান নিলে তাদের বাধা দেয় পুলিশ। এরপরই ছাত্রলীগ কর্মী ও পুলিশের সংঘর্ষে ৫ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও ছাত্রলীগ কর্মীরা অবরোধ করে,শাটল ট্রেনের হুইস পাইপ কেটে দেয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ শিক্ষার্থীরা।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম এর আরও সংবাদ