বিদায়ী সিরিজ খেলছেন মিসবাহ ও ইউনুস


ই-বার্তা প্রকাশিত: ২১শে এপ্রিল ২০১৭, শুক্রবার  | রাত ০৮:১৮ ক্রিকেট

আকরাম হোসেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর মিসবাহ-উল-হক ও ইউনুস খানকে আর আর্ন্তজাতিক ক্রিকেটে দেখা যাবে না। চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজের মধ্য দিয়ে সব ধরণের আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক ও অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান।

২০১০ সালে দলটির নেতৃত্ব নেবার পরে মিসবাহ এ পর্যন্ত ৫৩ টেস্টে পাকিস্তানের অধিনায়কত্ব করেছেন। এর মধ্যে পাকিস্তান ২৪টিতে জিতেছে, ১৮টিতে হেরেছে এবং ১১ টিতে ড্র করেছে। তার নেতৃত্বেই গত বছর পাকিস্তান প্রথমবারের মত আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ে শীর্ষে ওঠে।

এদিকে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ২৩ রান দূরে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট সিরিজ খেলে অবসরের ঘোষণা দেন ইউনুস খান। ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ১৭ বছরের টেস্ট ক্যারিয়ারে ৫৩ গড়ে পাকিস্তানের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক তিঁনি । এবার সেই মাইলফলক ছুঁয়েই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ