হাসপাতালে যাওয়ার সময় লাশ হলেন একই পরবারের তিন জন


ই-র্বাতা প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | সকাল ১০:৫৮ দুর্ঘটনা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার একই পরিবারের তিন জন সহ চারজন নিহত হয়েছেন।

সোমবার রাত ৯টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বরল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন অটোরিকশার দুজন।
নিহতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার গণ্ডামারা গ্রামের আবদুর রাজ্জাক, তাঁর স্ত্রী ঝর্ণা বেগম, শাশুড়ি জয়নবের নেছা ও অটোরিকশার চালক বাচ্চু মিয়া।

আহত দুজন হলো নিহত রাজ্জাকের সাত বছর বয়সী ছেলে রাজু ও আত্মীয় ইসহাক মিয়া। রাজুকে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স ও ইসহাক মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আহত রাজুর চিকিৎসার জন্য লাকসাম থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল পরিবারটি।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী ইকোনো পরিবহনের যাত্রীবাহী একটি বাস বরল এলাকায় এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। হতাহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার করে।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খলিলুর রহমান জানান, ছেলে রাজুকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন রাজ্জাক। সঙ্গে ছিলেন স্ত্রী ও শাশুড়ি।

সর্বশেষ সংবাদ

দুর্ঘটনা এর আরও সংবাদ