চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানের দল ঘোষণা


ই-বার্তা প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৬:১৩ ক্রিকেট

ই-বার্তা প্রতিবেদক।। ১ জুন থেকে ইংলান্ডে অনুষ্টিত হওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। নতুন মুখের পাশাপাশি অভিজ্ঞদেরও রাখা হয়েছে দলে।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে উমর আকমল ও আজহার আলীকে রাখা না হলেও চ্যাম্পিয়নস ট্রফির জন্য তাদেরকে ফিরয়ে আনা হয়।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ পারফর্ম করা শাদাব খানকে ওয়ানডে দলে রাখা হয়েছে। ব্যাটে-বলে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে চমক সৃষ্টি করা ২৩ বছর বয়সী ফাহিম আশরাফকে দলে নেওয়া হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১ ম্যাচে ৯৪ উইকেট নিয়েছেন ফাহিম। ব্যাট হাতে করেছেন ১,২০৭ রান। বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা করে নিয়েছেন ফখর জামান।

৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের যাত্রা শুরু করবে পাকিস্তান।

পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আকমল, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হাসান আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফখর জামান, ফাহিম আশরাফ ও মোহাম্মদ আমির।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ