জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে পুনর্বাসন করবে সরকার


ই-বার্তা প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৭:৫৯ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা প্রতিবেদক ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা জঙ্গিবাদ ও চরমপন্থার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের পুনর্বাসনে সব ব্যবস্থা করবে সরকার।
বুধবার রাজধানীর কুর্মিটোলায় র‍্যাবের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন ‘যদিও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বে এগিয়ে, তবুও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিকার করতে হবে।জঙ্গি দমনে এমন শক্ত পদক্ষেপ নিতে হবে, যাতে আর কেউ এ পথে যাওয়ার সাহস না দেখায়।’

দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাব যথেষ্ঠ সাফল্য অর্জনে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, সন্ত্রাস, জঙ্গি, চরমপন্থি দমনসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। র্যা ব সদস্যরা জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাসহ উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করেছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, বোমা ও বিস্ফোরক দ্রব্য।’

র‍্যাব সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, নৈতিক স্খলন যেকোনো বাহিনীর মনোবল দুর্বল করে দেয়। মনে রাখবেন, জনগণের পয়সায় আমাদের-আপনাদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। আমরা সবাই জনগণের সেবক। সেই জনগণ যেন কোনোভাবেই নিগৃহীত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ