ক্রিকেট ছেড়ে আইন পেশাতে আনসারি


ই-র্বাতা প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:৩৬ ক্রিকেট

ই-বার্তা প্রতিবেদক।। আচমকাই অবসর নিয়ে আইন পেশায় যুক্ত হলেন ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার জাফর আনসারি।

গেলো বছরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেক হয় স্পিন অলরাউন্ডার জাফর আনসারির। এরপর ভারতের বিপক্ষে খেলেন আরো দুটি টেস্ট। তার আগে ক্যারিয়ারে ইংলিশদের হয়ে একমাত্র ওয়ানডে খেলেন আয়ার‌ল্যান্ডের বিপক্ষে।

প্রথম শ্রেণীর ৭১টি ম্যাচে তিন সেঞ্চুরি আর ১৫টি ফিফটির সাথে তিন হাজার রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ১২৮টি। সাত বছরের পেশাদারী ক্রিকেট ছেড়ে এখন বেছে নিয়েছেন আইন পেশাকে।

মাত্র ২৫ বছর বয়সে তিনি এই সিদ্ধান্ত নিলেন। প্রাথমিক ভাবে আনসারির কাউন্টি ক্লাব সারের পরিচালক অ্যালেক স্টুয়ার্ট বিস্মিত হলেও, পরে অবশ্য তার সিদ্ধান্তের প্রতি সন্মান জানান।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ