দেশে খাদ্য সংকট হবে না:খাদ্যমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৬:০৬ পণ্যবাজার

ই-বার্তা প্রতিবেদক।।পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হাওর এলাকায় বন্যায় প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। তাই হাওর এলাকায় তিব্র খাদ্য সংকট দেখা দিয়েছে।আর খবর কে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বাড়ানোর চেষ্টা করছে। যা কোনভাবেই গ্রহনযোগ্য নয়।একথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে অ্যাগ্রো ফুড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন,বন্যায় ছয় জেলায় নষ্ট হয়েছে প্রায় ছয় লাখ টন বোরো ধান। যা দেশের মোট উৎপাদনের খুবই সামান্য অংশ। তাই এই ক্ষতিতে দেশে খাদ্য ঘাটতির আশংকা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।তিনি আর বলেন,গত সাড়ে চার দশকে দেশে চালের উৎপাদন বেড়েছে তিন গুনেরও বেশি। বছরে এখন উৎপাদন সাড়ে ৩ কোটি টনের বেশি। ২ কোটি ৯০ লাখ টনের অভ্যন্তরীন চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত চাল রপ্তানি হচ্ছে।

সর্বশেষ সংবাদ

পণ্যবাজার এর আরও সংবাদ