আগামীকাল হাওর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০১৭, শনিবার  | সকাল ১১:৫৪ রাজনীতি

অকাল বন্যায় বিধ্বস্ত হাওর এলাকা পরিদর্শন ও হাওরে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ এবং জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে। আগামীকাল রোববার সুনামগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জানা গেছে, প্রধানমন্ত্রী এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাল্লায় অবস্থান করছেন।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) বরকতউল্লা খান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সুনামগঞ্জের শাল্লাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য শালায় পৌঁছেছেন। এ ছাড়া এক হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ