আবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়া


ই-বার্তা প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০১৭, শনিবার  | দুপুর ১২:০৬ এশিয়া

ই-বার্তা প্রতিবেদক।। উত্তর কোরিয়া আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, রাজধানী পিয়ংইয়ং-এর কাছাকাছি একটি স্থান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই বিধ্বস্ত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইওনহ্যাপ আজ (শনিবার) দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়া ভোরে দক্ষিণ পিয়েওনগ্যান প্রদেশের বুকচং এলাকা থেকে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিন্তু এটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হয়েছে।

এ নিয়ে উত্তর কোরিয়া গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যর্থ পরীক্ষা চালাল। গত ১৬ এপ্রিল দেশটি আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এবং তখনও দক্ষিণ কোরিয়া ও আমেরিকা বলেছিল, সেটি উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হয়েছে।

মার্কিন প্রশাসন দেশটির সব সিনেট সদস্যকে হোয়াইট হাউজে ডেকে নিয়ে উত্তর কোরিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানানোর পর এ পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ