ছুটছে রিয়াল-বার্সার জয়রথ


ই-বার্তা প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০১৭, রবিবার  | দুপুর ১২:৩০ ফুটবল

ই-বার্তা প্রতিবেদন।। স্প্যানিশ লা লিগা শেষ হতে বেশি দেরি নেই। শেষ দিকে এসে জমে উঠেছে, সমান তালে ছুটছে দুই শিরোপা প্রত্যাশী দল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। গত রাতে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে তারা।

শনিবার ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে রিয়াল। শুরুতেই এগিয়ে যেতে পারত ভ্যালেন্সিয়া। ম্যাচের প্রথম মিনিটে সান্তি মিনার প্রচেষ্টা পোস্টে বাধা পেলে বেঁচে যায় স্বাগতিক দল।

নিজেদের গুছিয়ে নিয়ে ২৭ তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। ৫৭ মিনিটে লুকা মদ্রিচকে ফাউলের সুবাদে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু রোনালদোর শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক দিয়েগো আলভেস। ৮২ মিনিটে দানি পারেহোর গোলের সমতায় ফিরে বার্নাব্যুক। চার মিনিট ব্যবধানে মার্সেলোর শট আলভেসকে ফাঁকি দিয়ে চলে যায় জালে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

রাতে অপর খেলায় এসপানিওলের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পায় বাসের্লোনা। ম্যাচে একচেটিয়া আধিপত্য রেখেও প্রথমার্ধে কোনো গোল পায়নি তারা। স্কোরলাইন ০-০ রেখেই বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরে মাঠে নামার কয়েক মিনিট পরেই বার্সাকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। ৭৬ মিনিটে ব্যবধান দিগুণ করেন ইভান রাকিটিস। ৮৭ মিনিটে আবারও সুয়ারেজের গোলে ৩-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়েন মেসি-নেইমাররা।

এই জয়ে ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বার্সা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।

এই জয়ে পয়েন্ট টেবিলে দুইটা ধরে রাখল রিয়াল। সঙ্গে বাঁচিয়ে রাখল শিরোপার রঙিন স্বপ্ন। তাদের সংগ্রহ এখন ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ