মাদ্রিদের দুই ক্লাবের প্রথম লেগের মহারণ আজ


ই-বার্তা প্রকাশিত: ২রা মে ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:৪৮ ফুটবল

চ্যাম্পিয়নস লিগ সেমির প্রথম লেগে রাতে মুখোমুখি হবে মাদ্রিদের দুই ক্লাব, আতলেতিকো ও রিয়াল। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এগারোবারের চ্যাম্পিয়ন রিয়ালের এটি ২৮তম সেমি ফাইনাল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।

এক বছর আগের মিলানের ফাইনাল। রিয়ালের শিরোপা জয়ের উল্লাস অধরা শিরোপার স্বপ্ন ভঙ্গের কান্না তোরেসদের। ২০১৪ সালে পর ২০১৬তেও সেই মাদ্রিদ ট্রাজেডি।

এবার যখন সেমিতে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন-রানার্সআপ তখন ফাইনাল লক্ষ্য ছাড়াও থাকছে প্রতিশোধের নেশা। অ্যাতলেতিকো চাইবে দুই হারের হিসাব চুকাতে। আর মাদ্রিদের লক্ষ্য ইতিহাস গড়ে শিরোপা ধরে রাখা যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে কেউ পারেনি।
তবে প্রতিশোধের ম্যাচে এগিয়ে থাকছে রিয়াল। ইনজুরিতে জর্জরিত নগরপ্রতিদ্বন্দ্বীরা। তিন ডিফেন্ডারের সাথে নেই স্টার স্ট্রাইকার গ্যামিরো। লা লিগায় শেষ ম্যাচে চোটে পড়েছেন হোসে গিমেঞ্জ। আগেই ছিটকে গেছেন সিমে ভ্রেসাওকো ও হুয়ানফ্রানের মতো বিশ্বস্ত রক্ষণ সেনানিরা। স্টেফান সাভিক বা মিডফিল্ডার কোকেকেই নিতে হবে রোনালদোকে ঠেকানোর গুরু দায়িত্ব।

গোলের জন্য গ্রিজম্যানের দিকেই তাকিয়ে থাকবে অতিথিরা। এবারের আসরে ফরাসি তারকা দুই অ্যাসিস্টের পাশপাশি করেছেন পাঁচ গোল। ডার্বিতে গ্রিজম্যান গোল করেছেন এমন ম্যাচে কখনোই হারেনি সিমিওনের দল।

অন্যদিকে টানা সপ্তম চ্যাম্পিয়নস লিগ সেমিতে রিয়াল। এখনো এবারের লিগে একটি ম্যাচও হারেনি জিদানের দল। দলে নেই তেমন চোট সমস্যা। বেল না খেললেও ইসকো, রদ্রিগ্রেজদের ফর্ম নির্ভার রাখছে জিদানকে। আসরে গোলমেশিন রোনালদো ১০ ম্যাচে ছয় অ্যাসিস্টের সাথে করেছেন সাত গোল। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২৭ ম্যাচে দুই হ্যাট্রিকে ১৮ গোল সিআরসেভেনের। তাকে নিয়ে তাই আলাদা পরিকল্পনা রাখতেই হবে সিমিওনেকে।

মাঠের বাইরে লড়াইটা চলবে দুই তারকা কোচ জিদান আর সিমিওনের মধ্যে। ফুটবলারদের পাশাপাশি এ দুজনের ফুটবল মস্তিস্কও হতে পরে দলের জয়ে বড় টনিক।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ