বেতন বাড়ল ক্রিকেটারদের


ই-বার্তা প্রকাশিত: ৩রা মে ২০১৭, বুধবার  | দুপুর ০১:৫০ ক্রিকেট

ই-বার্তা প্রতিবেদন।। বেতন বাড়ল বাংলাদেশে ক্রিকেট দলের চুক্তিবদ্ধ প্রতেক খেলোয়ারের। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ারদের নিয়ে নতুন চুক্তির কথা জানান বাংলাদেশ ক্রিকেট র্বোড (বিসিবি)। এতে বেতন বেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ১৬ খেলোয়ারের। এ চুক্তির আগে বাংলাদেশ ক্রিকেট র্বোডে সাথে ১৫ জন খেলোয়ার চুক্তিবদ্ধ ছিল।

নতুন চুক্তি অনুযায়ী কে কোন গ্রেডে এবং কে কত বেতন পাবে সেটাও জানানো হয়।

এ+ গ্রেড : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল – বেতন পাবে : চার লাখ টাকা

এ গ্রেড : মাহমুদউল্লাহ – বেতন পাবে : তিন লাখ টাকা

বি গ্রেড : ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার – বেতন পাবে : দুই লাখ টাকা

সি গ্রেড : রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত – বেতন পাবে : দেড় লাখ টাকা

ডি গ্রেড : তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ – বেতন পাবে : এক লাখ টাকা

এ ছাড়া তিন ফরম্যাটের তিন অধিনায়ক দায়িত্বভাতা হিসেবে পাবেন বাড়তি ২০ হাজার টাকা করে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ