বাংলাদেশ থেকে অর্থপাচারের পরিমাণ প্রতিবছর বাড়ছে : জিএফআই


ই-বার্তা প্রকাশিত: ৩রা মে ২০১৭, বুধবার  | রাত ০৮:১৩ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা প্রতিবেদক ।।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই জানিয়েছে বাংলাদেশ থেকে অর্থপাচারের পরিমাণ প্রতিবছরই বাড়ছে।এক প্রতিবেদনে তাঁরা পাচার সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরে।

প্রতিবেদনে বলা হয় পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে আমদানি পণ্যের দাম বেশী দেখানো বা ওভারইনভয়েসিং, রপ্তানিপণ্যের দাম কম দেখিয়ে বাকি অর্থ দেশের বাইরে রাখা । এছাড়া রয়েছে কর ফাঁকি,হুন্ডিসহ নানা রকমের দুর্নীতি।

২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের ১৪ দশমিক ১ থেকে ২৪ শতাংশ পর্যন্ত অর্থ পাচার হয় পৃথিবীর অন্যান্য দেশে ।

তাঁরা জানায় ২০১৪ সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ৮০ হাজার কোটি টাকা ।২০১৩ সালে পাচার হয় ৭৫ হাজার কোটি টাকার বেশি।

এ প্রতিবেদনের মান নিয়ে প্রশ্ন তুলেছেন রাজস্ববোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবর রহমান । তবে তিনি স্বীকার করেন অর্থপাচারের বিষয়টি।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ