যেভাবে জানবেন এসএসসি রেজাল্ট


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা মে ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:৪৬ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা প্রতিবেদক।। প্রতি বারের মতো এবারো শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোন থেকে এসএমএস করে এসএসসি ও সমমান পরীক্ষার ফল জেনে নেয়ার সুযোগ থাকছে।
ওয়েবসাইট থেকে:
শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) লগইন করে এসএসসি পরীক্ষার ফল জানতে পারবেন।
এসএমএসের মাধ্যমে:
মোবাইল ফোন থেকে এসএমএস করেও ফল জেনে নেয়ার সুযোগ রয়েছে। এজন্য SSCআপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর রোল নম্বর পাশের বছর টাইপ করতে হবে। এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। যেমন: SSC RAJ 123456 2017 পাঠিয়ে দিন 16222 নম্বরে। এভাবে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।
SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য:
Dakhilআপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষররোল নম্বরপাশের বছর টাইপ করতে হবে। এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। যেমন: Dakhil MAD 123456 2017 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
এসএসসি ভোকেশনাল:
SSCআপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষররোল নম্বরপাশের বছর টাইপ করতে হবে। এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। যেমন: SSC Tec 123456 2017 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ