সংবিধান সংশোধন করবে জাপান


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা মে ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:৫২ এশিয়া

ই-বার্তা প্রতিবেদক।। শান্তিবাদি সংবিধান সংশোধনের লক্ষ্য ঠিক করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দেশটির ইতিহাসে এবারই প্রথম এ ধরনের সিদ্ধান্ত নেয়া হলো। ২০২০ সালের মধ্যেই এই সিধান্ত কার্যকর করা হবে বলে তিনি জানান। সংবিধানের ৭০তম বার্ষিকীতে দেয়া বক্তব্যে আবে বলেন সংবিধানের সঙ্গে আত্মরক্ষা বাহিনী অসঙ্গতিপূর্ণ।

সালের মধ্যে এ অসঙ্গতি দূর করার ইচ্ছার কথা জানান তিনি। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকির মধ্যে এ বক্তব্য দিলেন আবে। তাঁর এ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে হাজারো মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ এ উদ্যোগ জাপানকে আবারও যুদ্ধের বিভিষিকায় টেনে নিয়ে যাবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রণয়ন করা সংবিধান অনুসারে সশস্ত্র বাহিনী রাখা থেকে বিরত আছে জাপান। এর বদলে আত্মরক্ষা বাহিনী রেখে আসছে দেশটি।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ