অক্টোবর-নভেম্বরে ইউরোপে করোনায় মৃত্যু বাড়বে: ডব্লিউএইচও

ইউরোপে অক্টোবর ও নভেম্বর মাসে করোনাভাইরাসে (কভিড-১৯) দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধারণা করছে।ডব্লিউএইচও’র ইউরোপ শাখার পরিচালক হান্স ক্লুগ এ কথা বলেন।

তিনি বলেন, ‘পরিস্থিতি আরও কঠিন হবে। অক্টোবর ও নভেম্বরে আমরা আরও মৃত্যু দেখবো।’

ইতোমধ্যে ইউরোপে করোনার দ্বিতীয় ধাপের (সেকেন্ড ওয়েব) সংক্রমণ শুরু হয়েছে। ফ্রান্সে দৈনিক সংক্রমণ ১০ হাজারের গণ্ডি ছুঁয়েছে। সংক্রমণ বেড়েছে যুক্তরাজ্যেও।

এদিকে উদ্বেগ সত্ত্বেও ছয় মাস পর স্কুল খুলে দিয়েছে ইউরোপে একসময়ে করোনার অন্যতম হটস্পট ইতালি। দেশটিতে করোনায় সাড়ে ৩৫ হাজারের বেশি মানুষ মারা যায়।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ২ কোটি ৯১ লাখ ৮২ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু ছাড়িয়ে গেছে ৯ লাখ ২৮ হাজার। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১০ লাখ ২৭ হাজারের বেশি।