এফআর টাওয়ার পরিদর্শনে যাচ্ছেন ড. কামাল

ই-বার্তা ডেস্ক।।  বৃহস্পতিবার বেলা ১২ টা ৫০ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবাহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আজ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ার পরিদর্শনে যাবেন ড. কামাল হোসেন।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তার বনানী যাওয়ার কথা রয়েছে।

বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  পরে এ আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।  ওই অগ্নিকাণ্ডে এক শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন।  অন্তত ৭০ জন আহত হয়েছেন। 

ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পর বিকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  আগুন লাগার ঘটনায় স্থানীয় এমপি আকবর হোসেন পাঠান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু