এলডিপি থেকে আজীবনের জন্য বহিষ্কার বাশার

ই-বার্তা ডেস্ক।।  দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি (অলি) থেকে এম এ বাশারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।   

রাতে এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজ্জাকের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য এম এ বাশারকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সাংগঠনিক সম্পাদক পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীরবিক্রম ও মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। 

বেশ কিছুদিন ধরে এলডিপির কয়েকজন সিনিয়র নেতা দল ছেড়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছে। এরমধ্যেই বাশার’কে আজীবন বহিষ্কার করলো দলটি।  

উল্লেখ্য, বাসার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতা প্রতীকে নির্বাচন করেছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য এম এ বাসারকে এলডিপি থেকে আজীবনের জন্য বহিষ্কার হওয়ায় সংগঠনটিতে ফেরার কোনো সম্ভানা নেই। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু