কলকাতায় চোর সন্দেহে গণপিটুনিতে ২ জন আহত

ই-বার্তা ডেস্ক।।   কলকাতায় গুজবে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। এবার গুজবের জের ধরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত হলো এক তরূন ও এক তরূনী।

পুলিশি সূত্রের খবর, রাত ১০টা নাগাদ খবর আসে, আনন্দপুর থানার পশ্চিম চৌবাগায় চোর ধরা পড়েছে এবং ধৃতকে মারধর করা হচ্ছে। পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করে। আহত যুবককে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, তিন যুবক করাত নিয়ে এসেছিলেন। চোরের গুজব ছড়িয়ে পড়ায় এক জনকে আটক করা হয়। দু’জন পালিয়ে যান। আটক যুবককে বেধড়ক মারধর করা হয়। ওই যুবক সত্যিই চোর কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ছুটির রাতে এক তরুণীকে মারধরের ঘটনা ঘটে টালিগঞ্জের শ্রীমোহন লেনে। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাত সাড়ে ৯টা নাগাদ এক তরুণী বছর সাতেকের একটি বাচ্চাকে নিয়ে পালাচ্ছিলেন। যদিও কার বাচ্চা, সেটা কেউই বলতে পারেননি। জনতারই একাংশ ওই তরুণীকে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে টালিগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে।

ই-বার্তা/ মাহারুশ হাসান